পীরগঞ্জে বিনামূল্যে সার ও ভুট্টা বীজ বিতরণ

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় রবি ২৩-২৪ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, ও মুগ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার দুইশ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও সার বিতরণ করা হয়।

বুধবার (১’ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের আয়োজনে সারও বীজ বিতরণ কালে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা লাইলা আরজুমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিহারজ্জন রায়, উপ-সহকারি কৃষি অফিসার মোফাজুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এবার পীরগঞ্জ উপজেলায় ৭-হাজার ২৫০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে সার ও বীজ বিতরণ করা হবে।