পীরগঞ্জে ১০ হাজার পিচ ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় ১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে ষ্টেশন রোড় এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ তাদের আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের মৃত পেশালউদ্দীনের ছেলে ইমাম এবং কুড়িগ্রামের নিজাম।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক নবিউল ইসলাম জানান, সান্তাহার থেকে পঞ্চগড় দোলনচাঁপা ট্রেনে চড়ে কুড়িগ্রামের মাদক ব্যবসায়ী নিজাম বিপুল পরিমান মাদক নিয়ে পীরগঞ্জে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ পৌর শহরের ষ্টোশন রোড এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। এ সময় ট্রেন থেকে নেমে মাদক ব্যবসায়ী নিজাম পীরগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইমামের কাছে মাদক আদান প্রদানের সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ১০ হাজার পিচ নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট। আটক করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ রাত দশ টায় মোবাইল ফোনে জানান, বিপুল পরিমান মাদক ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, কুখ্যাত মাদক ব্যবসায়ী ইমাম মাদকের সাথে জাল টাকা কারবারের সাথে জড়িত। তিনি এর আগেও একাধিক বার আইনশৃংখলা বাহিনীর হাতে আটক হন। দীর্ঘ দিন জেলে থাকার পর জামিনে বেড়িয়ে এসে আবারো মাদক সহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলার মাদক ও চোরা কারবারীদের সাথে অবৈধ কারবার রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।