
দিনাজপুরে বোচাগঞ্জে অগ্নিকান্ডে ফার্ণিচার কারখানা সহ ৩ টি দোকান পুড়ে ছাই হয়েছে। আগুন ফার্ণিচার কারখানা মুল্যবান কাঁঠ, যন্ত্রপাতি ও ৩ টি দোকানের টাকা সহ প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
বুধবার দিবাগত গভীর রাতে বোচাগঞ্জ মাদ্রাসা রোড় এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা রোড় এলাকায় ফার্ণিচার ও ৩টি দোকানে গভীর রাতে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে সুকুমার রায়ে কাঁঠ ফার্ণিচারের কারখানার প্রায় ৭ লাখ টাকার মুল্যবান কাঁঠ ও যন্ত্রপাতি, মোকসেদের মুদির দোকান ২ লাখ টাকার মালামাল ও সুজন দাসের বাদ্যযন্ত্র মেরামতের ১ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সংবাদ পেয়ে বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা আশার আগেই কাঁঠ মালামাল ও আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়।
এতে পথে বসেছে কাঁঠ ফার্ণিচারে মালিক সুকুমার রায়সহ দুই দোকানদার।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো: ডালিম সরকার সহ জনপ্রতিনিধ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।