
ঈদুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদে অসহায়, দহতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। শনিবার (২৪ জুন) সকালে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি পরিষদের চেয়ারম্যান হিটলার হক।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দায়িত্বর টেক অফিসার নির্মল কুমার গোস্বামী’র প্রতিনিধি বিপুল মাস্টার, মহিলা ইউপি সদস্য মালেকা বানু রুবি, ফাতেমা বেগম, মাহফুজা বেগম, ইউপি সদস্য মুনছুর আলী, কেরামত আলী(আমিন), ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাইসুল ইসলাম সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা।
ইউপি চেয়ারম্যান হিটলার হক জানান, ভি.জি. এফ, কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১ হাজার ৭ শ ৭৯ জন পবিরারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।