
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও ৫টি আদিবাসি পরিবারের মাঝে বিনামুল্যে একটি করে গাভী বিতরণ করা হয়েছে। সাওতাল জনগোষ্ঠী উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় সোমবার দুপুরে গ্রামীন অর্থনীতির উন্নয়ন সংস্থা-দোয়েল এসব গাভী বিতরণ করেন। এ সময় উপজেলার নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, দোয়েল সংস্থার চেয়ারম্যান তারেক হোসেন, নির্বাহী পরিচালক বেলাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।