
“বিদেশেই যান আর দেশেই ফিরুন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ নিয়ে জীবন গড়ুন” এ লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১০৩ তম শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান ব্যাংকের প্রধান কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন। ব্যাংকের মহাব্যবস্থাপক নুর আলম সরদারের সভাপতিত্বে অন লাইনে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন সহ ব্যাংকের অন্যান্য উদ্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ পৌর শহরের বঙ্গবন্ধু সড়কে সাইফুল প্রফেসরের ভবনের দ্বিতীয় তলায় অন লাইনে পীরগঞ্জ শাখার কার্যক্রম উদ্বোধন কালে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আশিকুল হক, পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক মেহনাজ তাবাসসুম, ভবন মালিক রানীশংকৈল ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত শিক্ষক সাইফুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা,অর্থ সম্পাদক ও যুবলীগ নেতা দুলার সরকার, আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ নুরুজ্জামান।