
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা, পুরস্কার বিতরণী ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা বিএমএ’র সভাপতি ড: আবু মো: খয়রুল কবীরের সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সহ সভাপতি মির্জা ফয়সল আমীন, ড. মুহম্মদ শহীদ উজ জামান, মাসুদ আহম্মেদ সুবর্ণ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, নূরে শাহাদাত স্বজন, কামরুল ইসলাম রুবায়েত, দপ্তর সম্পাদক মমতাজুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, বীর মুক্তিযোদ্ধা আনিসুল হক চৌধুরী, আব্দুল গাফরান, জেলা আ’লীগের সাধারণ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ এ্যালামনাই সদস্যবৃন্দ। এ সময় বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ সাইফুর রহমান লাবু।
এর আগে সংগঠনের আয়োজনে, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুবটল এসোসিয়েশনের সহযোগিতায় ফুটসাল ফুটবল চ্যাম্পিয়নশিপের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। খেলায় “বন্ধুবৃত্ত ২৫” টিম ১-০ গোলে “এসএসসি-২২” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট ২৫ টি দল অংশগ্রহন করে। শেষে ফুটবলসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সভা ও পুরস্কার বিতরণী শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এ সময় সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন, নতুন, পুরাতন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিনত হয় পুরো মাঠ প্রাঙ্গন।