পীরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু এর পিতা শামসুদ্দীন মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা…রজিউন)। মঙ্গলবার সকালে শহরের রঘুনাথপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক কন্যা, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকালে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জানাযা শেষে পীরডাঙ্গী গোরস্তানে তাকে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, সাবেক এমটি ইমদাদুল হক ও জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমরেড নুরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী, মোজাহারুল ইসলাম, জাসদ নেতা দীপেন রায়, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিউর রহমান রাজু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কোষাধ্যক্ষ বুলবুল আহোম্মেদ, স্বেচ্ছাসেবী সংগঠন দোয়ের সংস্থার চেয়ারম্যান প্রভাষক তারেক হোসেন, যুবলীগ নেতা খোরশেদ আলম মোল্লা ও দুলাল সরকার সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।