পীরগঞ্জে আইন অমান্য করে গাড়ি চালানোর বিরুদ্ধে পুলিশের অভিযান

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে ঈদের দিন আনন্দ ফূর্তির নামে উটতি বয়সের যুবককদের (১৮ বছরের কম) হেলমেট ছাড়াই একই মোটর সাইকেল চালানো ও দুইয়ের অধিক জন একসাথে চলাচল করা, ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে বিকট শব্দে গান বাজিয়ে বেপরোয়া ভাবে পিকাপ ও অটোরিকশা চালনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীন আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ঐসব অভিযোগে বেশ কিছু গাড়ি ও চালককে আটক করা হয়। আটককৃতদের বয়স ১৮ বছরের নীচে হওয়ায় রাত সাড়ে ৮টা পর্যন্ত তাদের থানায় রেখে অবিভাবকদের জিম্মায় দেওয়া হয়। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীন আলম জানান, সড়ক দূর্ঘটনা রোধে এবং জন সচেতনতা বাড়াতে তারা এ অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে আগামিতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানার ওসি।