ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাকির হোসেন নামে এক ভ্যান চালকের বাড়ি থেকে ভিজিএফ এর ৫ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঐ ভ্যান চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। জাকির বৈরচুনা ইউনিয়নের রামনা চান্দোহর গ্রামের ইয়াসিন আলীর ছেলে বলে জানায় পুলিশ।
বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু জানান, আটক ওই ভ্যান চালক বৃহস্পতিবার বিকালে দুস্থদের জন্য বরাদ্দকৃত ১০ বস্তা ভিজিএফ এর চাল তার ভ্যান গাড়িতে করে নিজ বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানা জানির পর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের নির্দেশে ঐ ভ্যান চালকের বাড়িতে যান চেয়ারম্যান। সেখানে গিয়ে প্রথমে তিন বস্তা চাল পায় তিনি। পরে খোঁজা খুজি করে বাড়ির বারান্দা ও খাটের নিচে লুকিয়ে রাখা আরো দুই বস্তা চাল উদ্ধার করা হয়। এরপর সন্ধায় সেখানে যান উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও থানার আফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম। তারা এলাকাবাসির কাছে ঘটনার বিস্তারিত শুনেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য ভ্যান চালক জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ভ্যান চালক ভিজিএফ এর চাল বাড়িতে নিয়ে গেলে এলাকাবাসি ৯৯৯ এ ফোন করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার এবং তিনি ঘটনাস্থলে যান। সেখানে ৫ বস্তা চাল পান তারা। ওই চালের বিষয়ে সঠিক তথ্য দিতে না পারায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, এক ভ্যান চালকের বাড়ি থেকে ভিজিএফ এর পাঁচ বস্তা চাল পাওয়া গেছে। চালের বস্তাগুলি জব্দ করা হয়েছে। চালের বিষয়ে সঠিক তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে এসেছেন।