ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো: রাইহান হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা: আলী আফজাল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন ইমন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শব্দ দূষনের বিভিন্ন উৎস, প্রতিরোধের উপায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ বিষয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।