পীরগঞ্জে আল হাসানাহ স্কুলের ইফতার মাহফিল

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হাসানাহ স্কুলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার পৌর শহরের গুয়াগাঁওয়ে স্কুল ক্যাম্পাসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, ঠাকুরগাাঁও পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহা ব্যবস্থাপক বাচ্চু মিয়া, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, বিবেকানন্দ নিমাই, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামালউদ্দীন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি মোজাহারুল ইসলাম,পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, আল হাসানাহ স্কুলের পরিচালক ইত্তেশাম উল হক মিম, আওয়ামীলীগ নেতা, সবুর আলম, কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাব্লিউ সহ বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুন নুর।