ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদলের উপজেলা, সরকারী কলেজ ও পৌর শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। শনিবার ১৫ (এপ্রিল) জেলা ছাত্রদলের সভাপতি কায়েস ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদলের উপজেলা শাখার সভাপতি করা হয়েছে মেজবাহুল পারভেজ সূর্য্যকে আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাসুদ পারভেজ। অন্যান্য পদে দাযয়ত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-ভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি রাজিউর রহমান, মেহেদী হাসান, রুবেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হোসেন রাব্বি, বাদল, হিরা হাসান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সৈকত, সহ- সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, হুমায়ুন কবির।
পীরগঞ্জ সরকারী কলেজ শাখার সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলাম রকিকে আর জহিরুল ইসলাম জহিরকে দেয়া হয়েছে সাধারণ সম্পাদকের পদ। সরকারি কলেজ শাখা কমিটির দায়িত্ব পাওয়া অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তানভীর আহম্মেদ তন্ময়, সহ সভাপতি মুন্না আহম্মেদ কাব্য, যুগ্ন সাধারণ সম্পাদক মিঠুন আহম্মেদ, জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সাহেব আলীকে করা হয়েছে ।
এদিকে পৌর শাখা ছাত্রদলের সভাপতি করা হয়েছে শারিয়াতুন নবী সাগরকে ও জীবন হামিদকে দেয়া হয়েছে সাধারণ সম্পাদক পদ। পৌর শাখা কমিটির দায়িত্ব পাওয়া অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আতিউর রহমান হাসু, সহ-সভাপতি ইসমাইল হোসেন মুন্না, মাহফুজ হাসান নিলয়, যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাব্বির।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ জানান, ছাত্রদল একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। আমরা ছাত্রদের কল্যাণে সব সময় পাশে থাকি। আগামী দিনে দেশের যে কোন সংকটাপন্ন পরিস্থিতিতে ছাত্রদল নিরলসভাবে কাজ করবে।