ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজিউর রহমান রাজা ও রানী’র পিতা উপজেলার ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল করিম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়িতে শেষ নিশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখেছেন। তার মৃত্যুতে পরিবার সহ এলাকাবাসীর মাঝে শোকের মতম চলছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছন, ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহাম্মেদ, প্রাক্তন এমপি ইমাদুল হক, সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, সাংবাদিক দেলওয়ার হোসেন দুলাল সরকার, বাদল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবীগঠনের নেতারা।