পীরগঞ্জে অটো চার্জারের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অটো চার্জারের ধাক্কায় রাজা মোহন রায় (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বালুবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। রাজা মোহন বালুবাড়ী গ্রামের জাবরু মোহন রায়ের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ী এলাকার জাবরু মোহন রায়ের ছেলে রাজা মোহন রায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন এ সময় জাবরহাট থেকে আসা একটি অটো চার্জার তাকে ধাক্কায় দেয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।