পীরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৭২ শিক্ষার্থীকে সম্মাননা

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭২ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়েছে। বুধবার দুপুরে পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ শেষে এ সম্মাননা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ঠাকুরগাঁও- ৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক প্রমূখ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক কাজী নুরুল ইসলাম, বুলুল আহম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি নুরনবী চঞ্চল, সাংবাদিক বাদল হোসেন, লাতিফুর রহমান লিমন, ফাইদুল ইসলাম সহ পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়।