র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাবের একটি আভিযানিক দল ১৭ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন ০৩ নং বাঙ্গালীপুর ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের অর্ন্তগত চৌমুহনী বাজার হতে চাঁপাই নবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর কোদালকাটি গ্রামের আক্কাস আলীর ছেলে তোফাজুল ইসলামকে(৪৩) আটক করে তার পায়ের জুতার সোলের মধ্যে বিশেষ কৌশলে খাঁজ কেটে তৈরী ফাকাঁ স্থনে পলি প্যাকে লুকিয়ে রাখা অবস্থায় ২৩০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে। উদ্ধার করা হিরোইনের বাজার মূল্য প্রায় ৫ লাখ ৭৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বেশ কিছু দিন ধরে অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দেশের সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইনের ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে। তার বিরুদ্ধে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।