নারী উন্নয়নে ব্যয় নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩

বার্ষিক উন্নয়ন বরাদ্দের ৩ শতাংশ অর্থ বরাদ্দ এবং নারী উন্নয়নে ব্যয় নিশ্চিতকরণ বিষয়ক র‌্যালী ও সেমিনার হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। রবিবার বিকালে উইমেন্স এম্পাওয়ারমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ(উইং) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগ ঠাকুরগাওয়ের উপ-পরিচালক রাম কৃষ্ণ বর্মন, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা প্রকৌশলী শামীম আকতার, ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমু, ইউএনডিপি’র প্রতিনিধি কাজল চেটার্জি প্রমূখ। সেমিনারে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, ইউপি চেয়ারম্যান মকলেসুর রহমান, বিবেকানন্দ নিমাই সহ বে-সরকারি সংস্থা ইএসডিও’র কর্মকর্তা, নারী ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।