শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে ইকো পাঠশালা আগামীতে আরো গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে …..ড. সেলিমা আকতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩

ইকো পাঠশালার অধ্যক্ষ ড. সেলিমা আকতার বলেছেন, আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে ইকো পাঠশালা পরিচালিত হয়। এখানে শিশুর মেধা ও মনন বিকাশে সাধারণ শিক্ষার পাশাপাশি সহ শিক্ষামুলক কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বুধবার বিকালে পীরগঞ্জ ইকো পাঠশালার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ইকো পাঠশালার শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন বিশ্বিবিদ্যালয় ও মেডিকেলে অধ্যানয় করছে। তারা সহ তাদের অনেক অভিভাব এখনো আমাদের সাথে যোগাযোগ রাখে। শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়তে ইকো পাঠশালা আগামীতে আরো গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, বিশেষ আতিধি পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম বক্তব্য দেন।

অনুষ্ঠানে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদ নসরতে খোদা রানা, জেলা পরিষদ সদস্য মোস্তাফিজার রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহজাহান আলী, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন সহ ইএসডিও’র কর্মকর্তা, পাঠশালার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।