পীরগঞ্জে এক ব্যক্তির আত্মহত্যা

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে শুকরু (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। উপজেলার দৌলতপুর ইউনিয়নের নানুহার গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত খেনডেলার ছেলে।
পুলিশ জানান, শনিবার সকালে বাড়ির পশ্চিমে একটি আম বাগানে গাছের সাথে চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শুকরুর মরদেহ দেখতে পান এলাকার লোকজন। পরে মরদেহ উদ্ধার করা হয়। শুকরু দীর্ঘ দিন ধরে অসুস্থ ও মানসিক বিষাদগ্রস্ত ছিলেন বলেও জানায় পুলিশ।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।