ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৪৬ জন সাংবাদিককে দশ হাজার করে মোট ৪ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। এ সময় প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সোলায়মান আলী সহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।