পীরগঞ্জে শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষন শুরু

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাধ্যমিক স্তরের শিক্ষকদের ৫ দিন ব্যাপী ২য় দফায় বিষয় ভিত্তিক প্রশিক্ষন শুরু হয়েছে। শুক্রবার সকালে পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করেন পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মতিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ বনিক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশের আলী ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক। মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, জাতীয় শিক্ষাক্রম রুপরেখো বাস্তবায়নে উপজেলা ৪১১ জন শিক্ষককে ২য় দফায় পাঁচ দিনের বিষয় ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন দেওয়া হবে। এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহিরুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।