পীরগঞ্জে শেখ কামাল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩

ঠাকুরগায়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে পীরগঞ্জ পইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন ইভেন্টের এ প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, এ সময় বক্তব্য রাখেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, অবসর প্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক কাজী নুরুল ইসলাম, উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সাজু, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মোশাররফ হোসেন, লিটন, লাতিফুর রহমান লিমন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা দৌড়,গ্লোব নিক্ষেপ. চাক্তি নিক্ষেপ,হাই জাম্প,লং জাম্প সহ মোট ১৪টি ইভেন্টে অংশগ্রহন করেছে।