ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্যালো ইঞ্জিন চালিত পাওয়ার টিলারের ধাক্কায় নজরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আব্দুল (৩০) নামে আরো একজন। শনিবার দুপুরে শহরের গুয়াগাঁও এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নজরুল উপজেলার ভেমটিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, শনিবার দুপুরে ইট বোঝাই স্যালো ইঞ্জিন চালিত একটি পাওয়ার টিলার শহরের গুয়াগাঁও এলাকায় নজরুল ও আব্দুল নামে দুই পথচারীকে ধাক্কায় দেয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষনা করেন। আব্দুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।