পীরগঞ্জে ভুমিহীন জনসমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২২

“মুজিব শতবর্ষের অঙ্গিকার, প্রতিষ্ঠিত হোক গৃহহীন-ভুমিহীনদের খাস জমিতে অধিকার” এ অঙ্গিকার নিয়ে জম্ম-মৃত্যু নিববন্ধন নিশ্চিত করণ, ভুমি অধিকার ও কৃষি ভুমির সংস্কার বিষয়ক ভুমিহীন জনসমাবেশ হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে।

 ভুমিহীন জনসমাবেশ অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকালে উপজেলার খনগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে খনগাঁও ইউনিয়ন ভুমিহীন সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করেন। কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিএ) এর সহযোগীতায় ও খনগাঁও ইউনিয়ন ভুমিহীন সমন্বয় পরিষদ সভা প্রধান দিল্লীশ্বর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহিদ হোসেন,

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাবুল হোসেন, ইউপি সদস্য খুলিল চন্দ্র রায় ও বিপুল হোসেন, জেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান জালাল উদ্দীন, উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের সভা প্রধান অবিনাশ চন্দ্র রায়, ইউপি সচিব আইনুল হক, উন্নয়ন সংস্থা সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী কাওসারুল আলম প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংস্থার ইউনিট ব্যবস্থাপক মমতা ঘোষ।

সমাবেশে প্রায় দু’শ ভুমিহীন নারী পুরুষ অংশ নেয়। সমাবেশে জম্ম-মৃত্যু নিবন্ধন, খাস জমিতে ভুমিহীনদের অধিকার, সরকারী সেবা প্রাপ্তি বিষয়ে আলোচনা করা হয়।

শেষে খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ভুমিহীনদের অধিকার আদায়ে ৫ দফা দাবী আদায়ে স্বারক লিপি দেওয়া হয়।