পীরগঞ্জে শেখ রাসেল দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২
পীরগঞ্জে শেখ রাসেল দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শেখ রাসেল দিবস উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয় ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পর উপজেলা পরিষদ থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। শেষে সেরা শেখ রাসেল কম্পিউটার ল্যাব, কুইজ ও বক্তৃতা/ আবৃতি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, সেনা কর্মকর্তা সোহেল রানা, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুল্লাহ, বনিক সরকারী বালিকা ্পউচ্রচ বিদ্গযালয়ের প্ঞ্জরধান শিক্ষক নওশের আলী, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।