পীরগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে আইন-শৃংখলা এবং চোরাচালান ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ আব্দুর রহমান সোহান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, ফকিরগঞ্জ ক্যাম্পের নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পৌর কমান্ডার নুরুজ্জামান, জাবরহাট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন প্রমূখ। সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধ ও পৌরশহরে সিসি ক্যামেরা সচল এবং শহরের যানজোট মুক্তকরন সহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়।