ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থী একটিও ভোট পাননি, দুজন পেয়েছেন একটি করে। সোমবার সকাল ৯টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ৩ নং ওয়ার্ড (পীরগঞ্জ) থেকে সাধারণ সদস্য পদে নির্বাচনে নুরুল ইসলাম একটিও ভোট পাননি। টিউবওয়েল মার্কা নিয়ে ভোটে অংশ নেন তিনি। অপরদিকে একই ওয়ার্ডে প্রাার্থী আমির হোসেন ও মশিউর রহমান একটি করে ভোট পেয়েছেন। নির্বাচনে পীরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলেন ১৪৫ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৭ জন। এতে ৭৮টি ভোট পেয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। নির্বাচন প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।