পীরগঞ্জে সাংবাদিকদের সাথে স্বাধীনতা শিক্ষক পরিষদের মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২
পীরগঞ্জে সাংবাদিকদের সাথে স্বাধীনতা শিক্ষক পরিষদের মতবিনিময়

স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) এর ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দে সাংবাদিকদের মতবিনিময় করেছেন। শুক্রবার সন্ধায় পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়। প্রেক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ(স্বাশিপ) এর পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ বিএম কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ সভাপতি মফিজুল হক, আজহারুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদ নসরতে খোদা রানা, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দীপেন রায়, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, বাদল রেহাসে, স্বাশিপের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর নবী চঞ্চল, সদস্য মোঃ তারেক হোসেন, দেলোযার হোসেন সরকার প্রমুখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বুলবুল আহাম্মেদ, সহ সভাপতি ফজলুল কবীর সহ সাংবাদিক মামুনুর রশীদ মিন্টু, আব্দুল আলীম, ফাইদুল ইসলাম, লাতিফুর রহমান লিমন, সবুজ আহাম্মেদ সহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় পীরগঞ্জ উপজেলায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সবার সংবাদ ২৪ ডট কম