
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না বলেন, ডিজিটাল বাংলাদেশে অনলাইন পত্রিকার ছড়াছড়ি। প্রিন্ট পত্রিকার পাঠক কমেছে। মানুষ এখন মোবাইলে সব খবর বাড়িতে বসেই পাচ্ছে। সংবাদপত্র অন্যায় গুলি যেমন ধরিয়ে দিচ্ছে তেমনি উন্নয়ন মূলক কাজের প্রচারে ব্যাপক ভূমিকা রাখছে। তাই পত্রিকার প্রতিনিধিদের সত্যের পক্ষে লড়াই করতে হবে। শনিবার রাণীশংকৈল প্রেস ক্লাবে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পত্রিকাটির ৪র্থ বর্ষ পদার্পণে কেক কাটার মধ্য দিয়ে প্রেস ক্লাব সভাপতি ফারুক আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল। সাংবাদিক আশরাফুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার প্রতিনিধি নাজমুল হোসেন, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সিনিয়র সাংবাদিক নুরুল হক, আনিসুর রহমান বাকি।
সবার সংবাদ ২৪ ডট কম