ঠাকুরগাওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবলিক ক্লাব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ভোমরাদহ এক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে সিন্দাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা চাম্পিয়ন হয়। অপরদিকে সিরাইল প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা চাম্পিয়ন হয়। খেলা শেষে চাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও প্রাইজ মানি প্রদান করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বশিরউদ্দীন চৌধুরী বিশু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহজাহান, সুলতান মাহমুদ, ফজলুর হক, নাসিমুল বাড়ি, , উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদ আলী সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খেলোয়াড়, শিক্ষার্থী, সাংবাদিক সহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।