গাঁজা সেবন ও সেবনে সহায়তা করার অপরাধে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক মহিলা সহ ৪ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট রেজাউল করিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ কারাদন্ডাদেশ প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার হোসেন আলীর বাড়িতে মাদক সেবনের আসর বসে এমন অভিযোগের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবন অবস্থায় একই মহল্লার ফজলুর রহমানের ছেলে আঃ কুদ্দুস জনি, মিত্রবাটি মহল্লার রাম প্রসাদের ছেলে শ্যামল দাস, দৌলতপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ছানিউলকে এবং মাদক সেবনে সহায়তা করায় গৃহকর্তার স্ত্রী আনোয়ারা বেগমকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট রেজাউল করিম বলেন, মাদক সেবন ও সেবনে সহায়তা করার অপরাধে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।