কবি নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী এ উপলক্ষ্যে ঠাকুরগাঁও সরকারি কলেজের উদ্যোগে আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কলেজের হলরুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল।
জন্মবার্ষিকী অনুষ্ঠানে কবি নজরুলের ঐশ্বর্যময় জীবন, দর্শন, সাম্য, বিদ্রোহ, মানবতা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিল, উপাধ্যক্ষ, অধ্যাপকবৃন্দ ও শিক্ষার্থীরা।
পরে কবি নজরুলের উপর অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের সমবেত ও একক নজরুল সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।