
ঠাকুরগাঁও জেলা হাজী সংগঠনের ব্যবস্থাপনায় হাজী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রোববার দিনব্যাপী জেলা হাজী সংগঠনের মসজিদ প্রাঙ্গনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা হাজী সংগঠনের আয়োজনে প্রশিক্ষণে সংগঠনের জেলা শাখার সভাপতি আলহাজ্জ মো: আব্দুল্লাহ এর উদ্বোধন করেন। বক্তব্য দেন, পৌর মেয়র আনজুমান আরা বেগম বন্যা, প্রফেসর মো. ইউনুস আলী, মোদাচ্ছের হোসেন, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ। ২০২২ সালে হজ্জ গমনেচ্ছুক হাজীদের প্রশিক্ষণ প্রদান করেন আলহাজ্জ মো: আব্দুল লতিফ. মাওলানা শফিকুল ইসলাম ও ডা. নুরুল হুদা। নতুন ও পুরাতন মিলিয়ে প্রায় ৪শ হাজী প্রশিক্ষণে অংশ নেন।