
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির জেলা শাখার উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার সন্ধায় রোড উজ্জ্বল মার্কেট ক্যান্টিনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেএসডির জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক শুভ রহমান, হামিদুর রহমান, মাজেদুর রহমান, মনসুর আহমেদ, মশিউর রহমান, আনোয়ার হোসেন, তোহিদুল ইসলাম, জয়নাল আবেদীন প্রমুখ। সভায় প্রত্যেক শাখার সম্মেলন করার জন্য এবং আগামী ৩১ অক্টোবর প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।