সব জিনিসের দাম বাড়লেও কৃষকের উৎপাদিত ফসলের দাম বাড়েনি -মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি, ডাকসুর সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, তেলের দাম বেড়েছে, বিদ্যুতের দাম বেড়েছে, আটার দাম বেড়েছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। কিন্তু কৃষকের উৎপাদিত ফসলের দাম বাড়েনি। আজকে আইন শৃংখলার অবনতি হয়েছে। নীতি নৈতিকতা ধ্বংস হয়েছে। দেশের সম্পদ বিদেশে পাচার হচ্ছে। লুটপাটকারী, পাচারকারীদের কোন ভাবেই বরদাস্ত করা হবে না। দরকার হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। কিন্তু বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার হতে দেব না রবিবার দুপুরে ঠাকুরগাও জেলা সিপিবির আয়োজনে শহরের চৌরাস্তায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।।
পরে মির্জা রুহুল আমিন মিলনায়তনে জেলা সিপিবির সভাপতি কমরেড ইয়াকুব আলীর সভাপতিত্বে কর্মবীসভায় বক্তব্য দেন,সিপিবি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড কাফি রতন, জেলা সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, হরিপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, রানীশংকৈল সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পীরগঞ্জের সাধারণ সম্পাদ মর্তুজা আলম, বালিয়াডাঙ্গী কমিটির সাধারণ সম্পাদক মুসলেম উদ্দীন, সদর উপজেলা সাধারণ সম্পাদক অনিল রায়, জেলা উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নেরসভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এর আগে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।