পীরগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত: মে ২১, ২০২২

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭)। শনিবার বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার রেজাউল করিম। উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,উপজেলা ক্রীড়া সাধারন সম্পাদক বশির উদ্দীন চৌধুরী, কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, এবং সাধারণ সম্পাদক নসরদে খোদা রানা, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে খনগাও ইউনিয়ন ৪-২ গোলে কোষারানীগঞ্জ ইউনিয়নকে হারায়। টুর্নামেন্টে পৌরসভা সহ ১১ টি দল অংশ নিচ্ছে।