মরা ছাগলের মাংস বিক্রির অভিযোগে আটক-১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির করার অভিযোগে নজরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক নজরুল ইসলাম উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ধনিবস্তী মহাজনহাট গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলা পরিষদের ভেতরে মরা ছাগল জবাই করেন নজরুল ইসলাম। পরে জীবিত ছাগল জবাই করেছেন বোঝাতে গরুর রক্ত মাখিয়ে মাংস বিক্রি করতে থাকেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনাস্থলে এসে নজরুল ইসলামকে আটক করে। উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, নজরুল ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম উদ্দিনকে পাঁচ হাজার টাকা ও মাংসবিক্রেতা আব্দুলকে ১০ হাজার অর্থদণ্ড করা হয়।