ঠাকুরগাঁওয়ে উদীচী’র ৯ম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: মে ২০, ২০২২

“শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে- সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে” এই শ্লোগানকে সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের ৯ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে উদীচী জেলা সংসদ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা কমরেড দবিরুল ইসলাম।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জমসেদ আনোয়ার তপন।
উদ্বেধনী অনুষ্ঠান শেষে উদীচী কার্যালয় চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।