পদ্মা সেতু কারও বাবার টাকায় তৈরি হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৪টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে শ্রমিক দলের মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং এটি খালেদা জিয়াকে সরাসরি হত্যার হুমকি। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ফখরুল আরও বলেন, বিএনপি এখন নির্বাচন নিয়ে ভাবছে না। কিভাবে নির্বাচন হবে সেই চিন্তাই করছে। এসরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকার গঠনের ওপর তাগাদা দেন। সময় হলেই বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করবে।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, শ্রমিক দলের সভাপতি আব্দুল জব্বারসহ দলের অন্যান্যরা উপস্থিত ছিলেন।