ঠাকৃরগাওয়ে অসুস্থ্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২

জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়। রোববার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান তাদের হাতে চেক তুলে দেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকালী পরিচালক সাইয়েদা সুলাতানা, জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা, একতা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালক আমিরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।