পীরগঞ্জে দুই বস্তা গাঁজা সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২

ঠাকুরগাওয়ের পীরগঞ্জে দুই বস্তা গাঁজা ও নগদ টাকা সহ আইরীন বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। রবিবার দুপুরে পৌর শহরের গুয়াগাও মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার স্বামী সুয়েল রানা পালিয়ে যায়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুয়েল রানার বাড়িতে আভিযান চালানো হয়। এ সময় সুয়েলের শয়ন ঘড়ের খাটের নিচ লুকিয়ে রাখা দুই বস্তা গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজা বিক্রির নগদ ১ লাখ ৩১ হাজার ৩৭০ টাকা। অভিযানের টের পেয়ে গৃহকর্তা পালিয়ে যায়। আটক দুই বস্তা গাঁজা সহকারি কমিশনার(ভুমি) কার্যালয়ে ওজন করা হয়। এর ওজন দাড়ায় সাড়ে ২৫ কেজি। যার মুল্য পৌনে ১৩ লাখ টাকা। আটক আইরীন ও তার স্বামীর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দাযের করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বিপুল পরিমান গাঁজা ও গাঁজা বিক্রির টাকা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।