পীরগঞ্জে নানা কর্মসূচীা মধ্য দিয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষিকী উদযাপন

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২

ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকে এসব কর্মসূচী পালন করা হয়। বিকালে পৌর শহরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রা। পরে বিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আল কিবরিয়া আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহ দলের অন্যান্য নেতার বক্তব্য দেন। সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।