ভারতকে হারিয়ে শিরোপা জিতল টাইগার যুবারা

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১

কলকাতার ইডেন গার্ডেনে ত্রিদলীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনাল ম্যাচে মঙ্গলবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১৮১ রানে হারিয়েছে।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শূন্য রানেই সাজঘরে ফেরত যান ওপেনার মাহফিজুল ইসলাম। দলের হয়ে সর্বোচ্চ রান আসে আইচ মোল্লার ব্যাট থেকে। ৯১ বলে ৯৩ রান করে রান আউট হন তিনি।

আর ৫০ রান আসে আশিকুর জামানের ব্যাট থেকে। প্রান্তিক নওরোজ নাবিল করে ২৫ বলে ২৮ রান। শেষ পর্যন্ত ৫০ ওভার ব্যাট করে ২৩৪ রান করে টাইগার যুবারা।
পরে ২৩৫ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৫ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মাত্র ৫৩ রানে সব কয়টি ইউকেট হারায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে নাইমুর রহমান ৪টি এবং জামান দুটি ও তানজিম সাকিব একটি করে উইকেট পেয়েছেন।