পীরগঞ্জের ১০ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান যাঁরা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য প্রার্থী বাছাইয়ে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। স্থানীয়ভাবে দলীয় মনোনয়ন ফরম বিক্রিও করছেন তাঁরা। ইউনিয়নে ইউনিয়নে বর্ধিত সভা করে সার্বিক বিষয়ে দিক-নির্দেশনাও দেওয়া হয়েছে ইউনিয়নের নেতা-কর্মীদের। পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে স্থানীয়ভাবে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৩৬ জন। ১ নং ভোমরাদহ ইউনিয়ন থেকে মনোনয়ন ফরম কিনেছেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আছির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান হিটলার হক,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ চন্দ্র রায়,ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল কবির, ২ নং কোষারাণীগঞ্জ ইউনিয়ন থেকে মনোনয়ন ফরম কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম রাজা, ৩ নং খনগাঁও ইউনিয়ন থেকে মনোনয়ন কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সহির উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদ হোসেন, ৫ নং সৈয়দপুর ইউনয়ন থেকে মনোনয়ন কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিবেকানন্দ রায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকমিনি সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলম, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, ৬ নং পীরগঞ্জ ইউনিয়ন থেকে মনোনয়ন কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুব আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অরুণ কুমার রায়, ৭ নং হাজীপুর ইউনিয়ন থেকে মনোনয়ন কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, ৮ নং দৌলতপুর ইউনিয়ন থেকে মনোনয়ন কিনেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রুবেল সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সনাতন চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হৃদয় নাথ অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক সুজন কুমার রায়, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ভবতোষ চন্দ্র অধিকারী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সদস্য নিহার রঞ্জন রায়, ৯ নং সেনগাঁও ইউনিয়ন থেকে মনোনয়ন কিনেছেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম সরকার বুলু, আওয়ামী পরিবারের সদস্য অতিকান্ত রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, ১০ নং জাবরহাট ইউনিয়ন থেকে মনোনয়ন কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জিয়াউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সলিমুল্লাহ নবাব, ১১ নং বৈরচুনা ইউনিয়ন থেকে মনোনয়ন কিনেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান,আওয়ামী পরিবারের সদস্য টেলিনা সরকার হিমু, ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আতাউর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাউল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলম বজলুর রশীদ। পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয় ৬ ও ৭ অক্টোবর। জমাদানের শেষ সময় ছিল ১২ অক্টোবর। এবিষয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক বলেন, মাঠ পর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই তালিকার প্রেক্ষিতে জেলায় ও কেন্দ্রে নাম পাঠানো হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বলেন, ইউনিয়নে ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা করে প্রার্থীর প্যানেল প্রস্ততির জন্য দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। যোগ্য, ত্যাগী, জনপ্রিয় নেতারা যাতে প্রার্থী প্যানেলে অর্ন্তভুক্ত থাকে সে বিষয়েও ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলা হয়েছে।