ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৭ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার খনগাঁও ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই বিতরণী অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, খনগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহির উদ্দীন, ইউপি সদস্য জগদীশ চন্দ্র রায় প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন খনগাঁও ইউনিয়ন পরিষদের সচিব আইনুল হক। লোকাল গর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্টের অর্থায়নে সাতটি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭জন ছাত্রীকে এই বাইসাইকেল উপহার দেওয়া হয়।