পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,সহ সভাপতি কাজী নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমূখ।
এসময় মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ জানান,জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে মাইকিং ব্যানার, পোষ্টার, ফেস্টুন সহ ব্যাপক প্রচারণা চালানো হবে। মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরের বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা, মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মৎস্য চাষ অনুশীলন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।