পীরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দিয়ে দ্রুততম সময়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার বিকালে পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি লিটন সরকার, ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাবিবুর রহমান দিপু, সাধারণ সম্পাদক শুভ শর্মা ও পৌর শাখার সাধারণ সম্পাদক রিদয় ইসলাম প্রমূখ। বক্তব্যে সংগঠনটির নেতারা করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে শিক্ষাবৃত্তি ও রেশনিংয়ের ব্যবস্থা, অবিলম্বে ২০২০-২১ সেশনের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া, সেশনজট রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সব শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যসেবা ও হেলথ কার্ড নিশ্চিত করার দাবি জানান।