পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনট্রেটর সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উনয়ন্ন সংস্থা গুডনেইবারস্ বাংলাদেশ এর উদ্যোগে এই চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। সামগ্রী প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পীরগঞ্জ পৌরমেয়র ইকরামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বার, গাইনী বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, গুডনেইবারস্ পীরগঞ্জ সিডিপির সিনিয়র ম্যানেজার পিটার তুহিন বৈরাগী, সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুমার, গুডনেইবারস্ মেডিকেল অফিসার শারমিন তালুকদার, সংস্থার হেলথ অফিসার মোতাসেম বিল্লাহ্, আইজি অফিসার জীবন্ত হাগিদক প্রমুখ। এসময় উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স কর্তৃপক্ষের নিকট ৫ লিটারের অক্সিজেন কনসেনট্রেটর, পাল্স অক্সিমিটার ১০টি, অটো থার্মাল স্ক্যানার ১০টি, ফেইস মাস্ক ১ হাজার ৭৫০টি, হ্যান্ড গ্লোবস এক হাজার পিস, ফেইস শিল্ড ৩০ পিস, হ্যান্ড স্যানিটাইজার ৩৫ পিস, হ্যান্ড ওয়াশিং বুথ ২টি হস্তান্তর করা হয়।