পীরগঞ্জে দুই ওষুধের দোকানকে জরিমানা

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ড্রাগ লাইসেন্স না থাকায় দুইটি ওষুধের দোকানকে জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে ওষুধ প্রশাসনের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ওষুধের দোকানগুলোতে অভিযানপরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ।
এসময় লাইসেন্স না থাকার অপরাধে উজ্জ্বল ফার্মেসিকে ২ হাজার টাকা ও কেয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে ঠাকুরগাঁও ড্রাগ সুপার মোঃ জাহিদুল ইসলাম ও পীরগঞ্জ থানা পুলিশ এএসআই হাসান উপস্থিত ছিলেন।